sponsor

ব্লগস্পটে ব্লগ তৈরীর আগে এই বিষয়গুলো জেনে নিন, Blogger Tech


ব্লগস্পটে ব্লগ বা ওয়েবসাইট  খোলার কথা যারা চিন্তা করছেন তারা ব্লগ খোলার আগে কিছু জিনিস জেনে নিন। ব্লগস্পট একটি সাবডোমেইন প্লাটফর্ম, এটি গুগলের একটি প্রতিষ্ঠান, এখানে ব্লগ বা ওয়েব সাইট তৈরী করতে কোন টাকা লাগে না এবং সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যা সবার মাথায় প্রথমে আসে, এখান থেকে কী আয় করা সম্ভব?
হ্যা ব্লগস্পট থেকে আয় করা সম্ভব।
এরকম আরে কয়েকটি ফ্রী ব্লগিং প্লাটফর্ম আছে যাথেকেও ব্লগিং এর মাধ্যমে আয় করা সম্ভব।
তবে আমার কাছে মনে হয় ব্লগস্পটের মাধ্যমো আয় করা সবচেয়ে সহজ। আর ব্লগস্পটের সব থেকে বড় সুভিদা হচ্ছে এটি গুগলের প্রতিষ্ঠান তাই আপনি অন্যান্য প্লাটফরম থেকে বেশি গুরুত্ব পাবেন গুগলের কাছে।।।
এসব তো গেলো ব্লগস্পটের সাধারন পরিচিতি।

এখন আপনাদের সাথে কিছু অভিঙ্গতা শেয়ার করবো। একজন নতুন ব্লগার হিসেবে আমি কী কী সমস্যার সম্মুখীন হয়েছি। 
প্রথমেই থিম ডিজাইন সম্পর্কে আমার কোন ধারনা ছিলো না।কোন থিম এসইও ফ্রেন্ডলি কোন থিম মোবাইল ফ্রেন্ডলি এগুলো কিছুই জানতাম না ধুমধাম গুগল থেকে আনেকগুলো থিম ডাউনলোড করে এপ্লাই করা শুরু করলাম বিনিময়ে সাইটের লেআউটের ১২ টা বেজে গেলো,তার পর ধীরে ধীরে সেগুলো ঠিক করলাম।
তার পরে পোস্ট করা শুরু করলাম। প্রথমে ভাবলাম সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিবো ভিউ হবে আমাকে আর ঠেকায় কে। তারপরে জানলাল সোশ্যাল মিডিয়া থেকে আসা ভিউ অরগানিক ভিউয়ের কাছে শিশুবাচ্চার সম হিসাব হয়।

তারপরে জানলাম এসইও সম্পর্কে কিভাবে গুগলের সার্চ ইন্জিনে পোস্ট লিংক সাবমিট করতে হয়। কিভাবে পোস্ট এনালাইসিস করতে হয়।
আর যারা ভাবছেন কপি করে পোস্ট করে দিবেন ব্লগে তারা সেই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। মনে রাখবেন আয় করতে হলে এর পেছনে সময়ও ব্যায় করতে হবে।  কপি করে কোন লাবই হবে না। গুগল আপনার জন্য শুধু টাকা নিয়ে বসে নেই। কষ্ট করে অর্জন করে নিতে হবে।
সব সময় ধৈর্যধরে কাজ করতে হবে। মিষ্টি খেতে হলে কষ্ট করতে হবে।

গুগল আর ইউটিবের সাহায্য নিন।
আর কিছু বিষয় ব্লগ খোলার আগে ধারণা  নিয়ে নিন উপকারে আসবে যেমন:
১.আপনি কোন বিষয়ে ব্লগিং করবেন সেটা ঠিক করুন।
২. সেই বিষয়টা নিয়ে কিছু স্টাডি করুন।
৩. কিভাবে কনন্টেন লিখতে হয় সেটা শিখুন।
৪. কি ওয়ার্ড রিসার্চ কী সেটা জানুন।
৫.  SEO কী বিস্তারিত জানুন।  কারন ব্লগিং এর সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে SEO বা সার্চ ইন্জিন অপটিমাইজেশন।
.গুগলে কিভাবে র্যাঙ্ক করতে হয় তা শিখুন।
আর যদি সম্ভব হয় তবে html সম্পর্কে কিছুধারণা নিতে পারেন। html সম্পর্কে সামান্য ধারণা থাকলে কাজ করতে সুভিদা হবে।।।

ব্লগস্পট যেহেতু ফ্রি প্লাটফর্ম সেহেহু এখান থেকে আয় করাও সময় সাপেক্ষ ব্যাপার। তাই ধৈর্য ধরে কাজ করে যেতে হবে।
ব্লগিং এর নতুনদের জন্য খুব সামান্য সমস্যাগুলো তুলে ধরলাম। গুগল আর ইউটিব তো আছেই আমি নিজেই গুগল, ইউটিউব থেকে সব কিছু শিখছি।
ধন্যবাদ সবাইকে,
আমার পোস্টটি ভালো লাগলে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানান।


Post a Comment

0 Comments